মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে আটক করা হয়েছে ।
আটককৃতরা হল:- মাদক ব্যবসায়ী সঞ্জয়(২২), আলী হোসেন(২৪), শাহজালাল(৪৫) ও দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মহসীন হোসেন(৩৫) ও সুমন নামের আরও একজন। তারা সকলেই গজারিয়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
গজারিয়া থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে এসআই আপন কুমার মজুমদার ও এসআই মোঃ নাসির উদ্দিন তালুকদারের সহায়তায় গতকাল সোমবার রাতভর গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হেদায়েত-উল-ইসলাম ভুইঞা জানান, গজারিয়া উপজেলাকে মাদকমুক্ত রাখতে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।