২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৬:৪৫
কালকের জেএসসি-জেডিসি পরীক্ষার সময় পরিবর্তন
খবরটি শেয়ার করুন:

মঙ্গলবারের ‘জুনিয়র স্কুল সার্টিফিকেট’ (জেএসসি) ও ‘জুনিয়র দাখিল সার্টিফিকেট’ (জেডিসি) পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুসারে শুধু মঙ্গলবারের পরীক্ষাটি সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। অন্যদিনের পরীক্ষাগুলো আগের সময় অর্থাৎ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ সোমবার সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অনিবার্য কারণে শুধু মঙ্গলবারের জেএসসি ও জেডিসি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। অন্য সবগুলো পরীক্ষা আগের সময় অনুসারেই অনুষ্ঠিত হবে।’

নয়টি শিক্ষা বোর্ডের অধীনে রোববার অষ্টম শ্রেণির এ সমাপনী পরীক্ষায় শুরু হয়। এবার সোয়া ২৩ লাখ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করছে। পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এবারও বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া অন্য সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে অনুষ্ঠিত হচ্ছে।

এবারের ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ জন ছাত্রী; আর ছাত্র ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন। এ হিসাবে ছাত্রদের চেয়ে এক লাখ ৬০ হাজার ৫৯৩ জন বেশি ছাত্রী পরীক্ষা দেবে এবার। এই শিক্ষার্থীদের মধ্যে জেএসসি পরীক্ষা দেবে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন। আর জেডিসিতে শিক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৫৮ হাজার ৪৮৬ জন।

২০১৪ সালে এ পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন অংশ নিয়েছিল। সে হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে দুই লাখ ৩৫ হাজার ২৪১ জন।

এবার দুই হাজার ৬২৭টি কেন্দ্রে ২৮ হাজার ৬৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫৮৫ জন।

শ্রবণপ্রতিবন্ধীসহ অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে। এসব পরীক্ষার্থীকে অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধিসহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে।

জানা গেছে, এ পরীক্ষায় বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নপত্রে দুটি বিভাগ থাকলেও দুটি অংশ মিলে ৩৩ পেলেই পাস বলে গণ্য হবে, অর্থাৎ এসএসসির মতো দুটি অংশে আলাদা আলাদা পাসের প্রয়োজন নেই।

error: দুঃখিত!