১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
করোনা: সিরাজদিখানে মানবিক সহায়তা প্রদান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ এপ্রিল, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দেশে করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় ক্ষতি গ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর জি আর চাল উপ-বরাদ্দ মানবিক সহায়তা প্রদান শুরু হয়েছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় রশুনিয়া ইউনিয়নে হতদরিদ্রদের এই সহায়তা প্রদান করা হয়।

প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল দেয়া হয়েছে। এই উপহার প্রাপ্তদের জন্য উপজেলার ১৪টি ইউনিয়নে ইউপি সদস্যদের পক্ষ থেকে নির্দিষ্ট স্লিপ করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ৩০ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত ৩৫০ জন হতদরিদ্রদের মাঝে এই কার্যক্রম চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, রশুনিয়া ইউপি সচিব অরুপ নারায়ন দত্ত, রশুনিয়া ইউপি সদস্য আনোয়ার হোসেন মানিক, রশুনিয়া ইউপি সদস্য মোঃ জাহাঙ্গির শেখ, রশুনিয়া ইউপি সদস্য মোঃ নূরুল হক, রশুনিয়া ইউপি সদস্য জুয়েল রানা সেন্টু, রশুনিয়া ইউপি সদস্য রুপা বেগম, রশুনিয়া ইউপি সদস্য নয়ন তারা বেগম, আনছার ভিডিপি রশুনিয়া ইউনিয়ন দলনেতা মোঃ শাহলম শাহিন, রশুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, সাংবাদিক দেবব্রত দাস দেবু প্রমুখ।

রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের দুর্দশা লাঘবের লক্ষ্যে প্রধানমন্ত্রীর তহবিল হতে মানবিক সহায়তাস্বরূপ এই উপহার প্রদান করা হচ্ছে। এই সহায়তা রশুনিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই দেওয়া হবে।

error: দুঃখিত!