মুন্সিগঞ্জ, ৩০ এপ্রিল, ২০২০, তাজুল ইসলাম রাকীব (আমার বিক্রমপুর)
দেশে দিন দিন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বেড়েই চলেছে। তবুও সাধারণ মানুষ সচেতন হচ্ছে না। ঘুরে বেড়াচ্ছে হাট বাজারে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টা থেকে ১২টা পযন্ত লৌহজংয়ের বাজার গুলোতে মনিটরিং করেছে সেচ্ছাসেবক টিম।
সরেজমিনে লৌহজংয়ের নওপাড়া বাজারে গিয়ে দেখা যায়, মানা হচ্ছে না সামাজিক দুরুত্ব। মানুষে মানুষের মধ্যে গাদাগাদি। বিশেষ করে মাছ বাজার, কাচা বাজার, ঔষধের দোকান ও ব্যাংক গুলোতে উপচে পড়া ভির লক্ষ করা গেছে।
এমন চিত্র উপজেলার প্রায় প্রতিটি বাজারের।
বাজার মনিটরিংয়ের সময় উপস্থিত ছিলেন, বৌলতলী ইউনিয়ন সেচ্ছাসেবক প্রধান মোঃ মোক্তার হোসেন মোড়ল, মোঃ আলী আর্শাদ তালুকদার, মোঃ রনি মোল্লা, মোঃ প্রিন্স ভুইয়া,মোঃ জগলু বেপারী, মোঃ রনি শেখ, মোঃ সাদ্দাম তালুকদার প্রমুখ।