২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:০৬
করোনা: মোল্লাকান্দিতে মাস্ক, সাবান ও খাদ্য সামগ্রী বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ মার্চ, ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর)

চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মহসিনা হক কল্পনার উদ্যোগে ও অর্থায়নে ইউনিয়নের এক হাজার মানুষের মাঝে মাস্ক, সাবান ও প্রচার পত্র বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরের মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব পন্য সামগ্রী বিতরণ করা হয়।

পরে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ৪ কেজি ব্লেচিং, ৭০ টি মাস্ক ও ৭০ টি করে সাবান বিতরণ করেন তিনি।

এছাড়াও সরকারিভাবে ২৫ হতদরিদ্রদের পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু ও সাবান বিতরণ করা হয়। এসব খাবার সামগ্রী হতদরিদ্রদের হাতে তুলে দেন মহসিনা হক কল্পনা।

এসময় মহসিনা হক কল্পনা বলেন, করোনা প্রার্দূভাব সারা বিশ্বে ছড়িয়েছে। যা এখন মহামারী রুপ নিয়েছে। আল্লাহর অশেষ রহমত আমাদের দেশে করোনা তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে আমাদের কে সব সময় পরিস্কার পরিছন্ন ও সচেতন থাকতে হবে। এছাড়াও করোনা সংক্রমন এড়িয়ে যাওয়া যায় সেই লক্ষে বারবার হাত ধুয়ে ফেলতে হবে মাস্ক ব্যবহার করতে হবে বলে পরামর্শ দেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, মাকহাটি জে. সি উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গির সরকার, ইউপি সচিব বলহরি বাড়ৈ, ইউপি সদস্য মনির হোসেন, হুমায়ন কবির, হালিমা বেগম, সাবেক ইউপি সদস্য কামাল খান সহ আরও অনেকে।

error: দুঃখিত!