১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৮:০৭
Search
Close this search box.
Search
Close this search box.
করোনা: মুন্সিগঞ্জে নতুন ‘পজেটিভ’ ৮, সর্বমোট ৫১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে সর্বশেষ তথ্যে আজ আরও ৮ জন নমুনা পরীক্ষায় সনাক্তকৃত ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে সর্বমোট সংক্রামিত রোগীর সংখ্যা ৫১ জন।
মুন্সিগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের ১১ তম দিনে সারাদেশে করোনা সংক্রমিত এলাকার মধ্যে প্রথম পাচেঁ অবস্থান করছে মুন্সিগঞ্জ।

জেলায় এখন পর্যন্ত ৫১জন করোনা ‘পজেটিভ’ রোগী পাওয়া গেছে।

আজ সকালে (২০) এপ্রিল) পাওয়া সর্বশেষ তথ্যে, নতুন করে মুন্সিগঞ্জ সদর উপজেলার ৩ জন ব্যক্তি, এর মধ্যে একজন মৃত ব্যক্তি, সিরাজদিখান উপজেলার ৪ জন ও শ্রীনগর উপজেলার ১ জন সহ সর্বমোট ৮ জন ব্যক্তির করোনাভাইরাস সংক্রমণের খবর নিশ্চিত করে আইডিসিআর।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ মঙ্গলবার (২১ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘আইডিসিআর কিছুটা সময় নিচ্ছে রিপোর্টের রেজাল্ট দিতে।’

মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ইং

উপজেলা আক্রান্ত মৃত্যু সুস্থ
মুন্সিগঞ্জ সদর ১২
গজারিয়া
টংগিবাড়ী ১০
লৌহজং
সিরাজদিখান ১১
শ্রীনগর
সর্বমোট- ৪৩ সর্বমোট-৬ সর্বমোট- ০

সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস টেষ্টের জন্য ৩২৩ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩১৫ জনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৫১ জন করোনাভাইরাসে সংক্রমিত বলে জানা গেছে। ৫১ জনের মধ্যে ৫ জনের করোনা সংক্রমণের খবর নিশ্চিত হওয়া গেছে তারা মারা যাওয়ার পর। আর একজন করোনা পজেটিভ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন।

উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

এদিকে মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ায় করোনা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পুরো জেলাকে ‘অবরুদ্ধ’ ঘোষণা করে রেখেছে জেলা প্রশাসন।

error: দুঃখিত!