মুন্সিগঞ্জ, ২৯ মার্চ, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে ২৬মার্চ থেকে গণপরিবহন চলাচলে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়।
শুধুমাত্র ২৬ মার্চ গাড়ি চলাচল কমাতে মুন্সিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি তৎপরতা দেখা গেলেও পুলিশের মহাপরিদর্শকের নির্দেশনা আসার পর থেকেই নমনীয় আচরণ করছে পুলিশ।
এই সুযোগে মুন্সিগঞ্জের সবকয়টি রাস্তায় ক্রমেই গাড়ি চলাচল বেড়ে চলেছে।
গতকাল শুক্রবার (২৮মার্চ) ও আজ শনিবার (২৯ মার্চ) সরেজমিনে মুন্সিগঞ্জ জেলা সদর, টংগিবাড়ী, লৌহজংয়ে এমন চিত্র দেখা গেছে।
এদিকে গাড়ি চলাচলের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় মুদি দোকানগুলোও খুলতে শুরু করেছে। মুন্সিগঞ্জের বেশ কয়েকটি জনবহুল বাজারে ৪-৫টি করে মুদি দোকান খোলা দেখা গেছে।
মুন্সিগঞ্জের এক ট্রাফিক পুলিশের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘করোনায় ক্ষতিগ্রস্তদের সাথে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারি নমনীয় আচরণ করতে বলেছেন। তাছাড়া যারা অটো-মিশুক চালায় তাদের বিকল্প কোন কর্মসংস্থানের ব্যবস্থা নেই। তাই কিছুটা ছাড় দেয়া হচ্ছে।