২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:৪৮
করোনা: মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়ি ভাড়া মওকুফের ঘোষণা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ মার্চ, ২০২০, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল ভাড়াটিয়াদের চলতি মাসের ১০টি পরিবারের বাড়ি ভাড়া মওকুফ করে মহত্বের পরিচয় দিয়েছেন।

তিনি বাড়ি ভাড়া নিবেন না ঘোষনার পর থেকেই সাধারণ মানুষের প্রসংশায় ভাসছেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল বলেন, ‘আমি দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে আমার যে বাড়ি ভাড়া সেটা একমাসের জন্য মওকুফ করে দিয়েছি।’

তিনি বলেন, ‘আমি আশা করব আমাকে দেখে অন্য অনেক বাড়িওয়ালাও তাদের ভাড়াটিয়াদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। সবাই মিলেমিশে কাজ করলে ইনশাল্লাহ আমরা এই কঠিন অবস্থা থেকে ফিরে আসতে পারবো।’

error: দুঃখিত!