৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৯:২৪
Search
Close this search box.
Search
Close this search box.
করোনায় স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সরকারি কার্যক্রম সমন্বয়ে ‍মুন্সিগঞ্জের দায়িত্বে আসাদুল ইসলাম
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ এপ্রিল, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম সমন্বয় করতে মুন্সিগঞ্জ জেলার দায়িত্ব পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা যায়।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম জেলার সকল সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে সমন্বয় করে কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ করবেন। এছাড়াও তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করবেন।

আসাদুল ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। এবং যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করেছেন। 

২০১৮ সালের ১৯ আগস্ট মো. আসাদুল ইসলাম আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!