২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ২:৩৭
করোনাভাইরাস: মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ১০৩ জন সহ মোট ১৩৯১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ১০৩ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১৩৯১ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ বৃহস্পতিবার (১১ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৩৭ জন, টংগিবাড়ী উপজেলার ৫ জন, লৌহজং উপজেলার ৩১ জন, সিরাজদিখান উপজেলার ২৭ জন ও শ্রীনগর উপজেলার ৩ জন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৬০৭২০১৪০
গজারিয়া১৩৩৩৬
টংগিবাড়ী১০৮৩০
লৌহজং১৯৪২০
সিরাজদিখান২০১৬৪
শ্রীনগর১৪৮৪৫
 সর্বমোট- ১৩৯১সর্বমোট- ৩৪সর্বমোট- ৩৩৭
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (১১ জুন) ৬৬৯৫ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৬১৭০ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ১৩৯১, মৃত ৩৪, সুস্থ ৩৩৭ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৫২৫ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।