মুন্সিগঞ্জ, ১১ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আজ আরও ১০৩ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১৩৯১ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ বৃহস্পতিবার (১১ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৩৭ জন, টংগিবাড়ী উপজেলার ৫ জন, লৌহজং উপজেলার ৩১ জন, সিরাজদিখান উপজেলার ২৭ জন ও শ্রীনগর উপজেলার ৩ জন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ৬০৭ | ২০ | ১৪০ |
গজারিয়া | ১৩৩ | – | ৩৬ |
টংগিবাড়ী | ১০৮ | ৬ | ৩০ |
লৌহজং | ১৯৪ | ৪ | ২০ |
সিরাজদিখান | ২০১ | ২ | ৬৪ |
শ্রীনগর | ১৪৮ | ১ | ৪৫ |
সর্বমোট- ১৩৯১ | সর্বমোট- ৩৪ | সর্বমোট- ৩৩৭ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (১১ জুন) ৬৬৯৫ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৬১৭০ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ১৩৯১, মৃত ৩৪, সুস্থ ৩৩৭ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৫২৫ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।