মুন্সিগঞ্জ, ২৬ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে কঠোর লকডাউনের খবরে আজ শনিবার (২৬ জুন) মুন্সিগঞ্জের সিপাহীপাড়া, মুক্তারপুর ও মুন্সিগঞ্জ শহরের বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
শনিবার সকাল থেকেই মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া বাজার, মুক্তারপুর বাজার ও মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রীয় বাজারে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এই চাপ আরও বেড়েছে।
আরও পড়তে পারেন: ‘লকডাউন’, জোর করে বেশি ভাড়া নিচ্ছে মুন্সিগঞ্জের মিশুক-অটো ড্রাইভাররা
মুন্সিগঞ্জে গত মঙ্গলবার (২২ জুন) থেকে লকডাউন চললেও সারাদেশে আগামী সোমবার (২৮ জুন) থেকে সরকারি-বেসরকারি অফিস বন্ধ রেখে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।
সিপাহীপাড়া বাজারে আগত ক্রেতা সোহাগ হোসেন বলেন, ধারনা করা যাচ্ছে আগামী সোমবার (২৮ জুন) থেকে একেবারে ঘর থেকে বের হওয়া যাবে না। তাই আপাতত ১০ দিনের বাজার করলাম। মাসের শেষ হওয়ায় হাতে টাকাপয়সাও তেমন নেই।
মুন্সিগঞ্জ বাজারে গৃহিণী সানজিদা আক্তার বলেন, খবরে শুনেছি আগামী সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউন হবে। তাই আপাতত কয়েকদিনের বাজার করে নিলাম। লকডাউনে বাইরে বের হলে হেনস্থা হতে হয়। তাই বের হতে চাই না।