১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১০:১০
Search
Close this search box.
Search
Close this search box.
‘লকডাউন’, জোর করে বেশি ভাড়া নিচ্ছে মুন্সিগঞ্জের মিশুক-অটো ড্রাইভাররা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

লকডাউনের অযুহাত দিয়ে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছেন মুন্সিগঞ্জের মিশুক-অটো ড্রাইভাররা। অনেকটা জিম্মি হয়ে যাত্রীরাও তা পরিশোধ করছেন।

আজ শনিবার (২৬ জুন) মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া, মুক্তারপুর ও সুপারমার্কেট এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকার বাসিন্দা শাহিন শেখ জানান, সকালে সুপারমার্কেট যাওয়ার সময় ১০ টাকা বেশি ভাড়া দিয়ে যেতে হয়েছে। অন্যসময় পেট্টোলপাম্প থেকে সুপারমার্কেট ৩০ টাকা ভাড়া হলেও আজ বাধ্য হয়ে দিতে হয়েছে ৪০ টাকা। বেশি ভাড়া না দিলে তারা যেতেও চায় না।

সিপাহীপাড়া এলাকার ব্যবসায়ী আবির ঢালী জানান, সকালে বাইন্নাবাড়ি থেকে সিপাহীপাড়া আসছি ২০ টাকা দিয়ে। অন্য সময় ১০-১৫ টাকায় আসা যায়। মিশুক ড্রাইভারদের কিছু বলা যায় না। বললে যেতে চায় না।

পেট্টোলপাম্প এলাকার শিক্ষার্থী জুনায়েদ আহমেদ জানান, সকালে পেট্টোলপাম্প থেকে অটোরিকশায় সুপারমার্কেট যেতে হয়েছে ২০ টাকায়। অন্যসময় ১০-১৫ টাকায় যাই। একজন গাড়ির ড্রাইভার ভাড়া বাড়ালে একসাথে সবাই ভাড়া বাড়িয়ে দেয়। এগুলো দেখার মতও কেউ নাই।

error: দুঃখিত!