৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:৪৫
Search
Close this search box.
Search
Close this search box.
কঠোর লকডাউনের ঘোষণায় অতিরিক্ত চাপ শিমুলিয়া ঘাটে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ জুন, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণায় আজ শনিবার (২৬ জুন) সকাল থেকেই মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে দক্ষিণবঙ্গগামী ও ঢাকামুখি যাত্রীদের উভয়মুখি অতিরিক্ত চাপ দেখা গেছে।

শনিবার (২৬ জুন) সকাল থেকেই শিমুলিয়া ঘাটে ঢাকামুখি যাত্রীদের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। বেলা বাড়তে থাকলে দক্ষিণবঙ্গগামী যাত্রীরাও বিভিন্ন উপায়ে পদ্মা পাড়ি দিতে আসছেন শিমুলিয়া ঘাটে।

কঠোর লকডাউনের খবরে ঢাকামুখি মানুষের ভিড় দেখা গেছে শিমুলিয়া ঘাটে। ছবি: আমার বিক্রমপুর।

এদিকে  শিমুলিয়া ঘাটে যাত্রীদের চাপ ঠেকাতে ঘাটের অদূরে ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসায়। তবে চেকপোস্ট কোন কাজে আসেনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে ১৫টি ফেরি সচল রয়েছে। সকাল থেকে যাত্রীদের কিছুটা ভিড় রয়েছে। তবে গাড়ির চাপ নেই।

error: দুঃখিত!