১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১২:২৯
‘কখন কি হয়ে যায় এ নিয়ে সবাই আতঙ্কের মধ্যে আছে’- বিএনপি ভাইস চেয়ারম্যান রিপন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘দেশ সংকটের মধ্যে আছে। দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সংকটের মধ্যে আছে। কখন কি হয়ে যায় এ নিয়ে সবাই আতঙ্কের মধ্যে আছে। এটা কোন ভালো বিষয় নয়-খুব উদ্বেগের বিষয়। পার্লামেন্ট ইলেকশন হবে কি হবে না, নির্বাচন কবে হবে, নির্বাচিত সরকার আসবে কি না অথবা অনির্বাচিত সরকার অনেকদিন থাকবে কি না এসমস্ত কিছু নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে।’

আজ শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ‘মাদক বিরোধী গণ সমাবেশ ও মানববন্ধনে’ এসব কথা বলেন তিনি।

ড. রিপন বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের সরকারের নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন সদস্য, কোন কোন উপদেষ্টা আছেন তারা পাঁচসালা, দশসালা, বিশসালা পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন।’

চট্রগ্রাম বন্দরের বিষয়ে তিনি বলেন, ‘চট্রগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও দায়িত্ব নির্বাচিত সরকারের। চট্রগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দিবেন, সীমান্তের একটি অংশ বিদেশিদের হাতে দিয়ে দিবেন এগুলো বরদাস্ত করা হবে না।’

কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।