কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানান, সকাল সাড়ে ৯টার দিকে রানওয়ে থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর ক্রুসহ চার আরোহী নিয়ে উড়োজাহাজটি সমুদ্রের নাজিরাটেক পয়েন্টে বিধ্বস্ত হয়।
কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন জানান, ট্রু এভিয়েশনের আন্তনভ ২৬ মডেলের ওই উড়োজাহাজ কক্সবাজার ও যশোরের মধ্যে চিংড়ি পোনা পরিবহনের কাজে ব্যবহৃত হয়। বিমানের চার আরোহীর সবাই রাশিয়ার নাগরিক ছিলেন।
সৈকত থেকে আধা কিলোমিটার দূরে সাগরে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই স্থানীয় জেলে ও কোস্ট গার্ডের নৌযান উদ্ধার কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও তল্লাশিতে যোগ দেন।
কক্সবাজার ফায়ার সার্ভিসের অপারেশন অফিসার আবদুল মজিদ জানান, সকাল ১০টার দিকে জেলেদের সহায়তায় দুইজনকে উদ্ধার করে তারা কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
হাসপাতলের জরুরি বিভাগের চিকিৎসক নোবেল কুমার বড়ুয়া বলেন, “দুইজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনও মুমূর্ষু অবস্থায় রয়েছেন।”
ওই উড়োজাহাজের বাকি দুই আরোহীর খোঁজে সাগরে তল্লাশি চালানো হচ্ছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা মজিদ জানান।