২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৪:১১
এবার অনন্তর নায়িকা শায়লা সাবি
খবরটি শেয়ার করুন:

এবার চিত্রনায়ক অনন্ত জলিলের নায়িকা হলেন শায়লা সাবি। তারা একটি মুঠোফোনের বিজ্ঞাপনে জুটি হয়ে অভিনয় করেছেন। সম্প্রতি বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ হয়েছে বিমানবন্দরের রানওয়ে ও তেজগাঁওয়ের কোক স্টুডিওতে। এটি নির্মাণ করেছেন রানা মাসুদ।
অনন্ত জলিল বলেন, ‘জেলটা ফোনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আমি এখন দায়িত্ব পালন করছি। বিজ্ঞাপনটি তৈরি হয়েছে এরই অংশ হিসেবে। অ্যাকশননির্ভর এই বিজ্ঞাপনচিত্রটি আশা করি সবার ভালো লাগবে।’
নির্মাতা রানা মাসুদ বলেন, ‘গল্পনির্ভর এই বিজ্ঞাপনটি দেখে অনেকেরই বোঝার উপায় নেই_ এটি কোনো চলচ্চিত্র নয়। এতে নায়ক-নায়িকা, ভিলেন অ্যাকশন সবই আছে। বিজ্ঞাপনের গল্পে দেখা যাবে, টাইগার রবি ডলার ছিনতাই করার পর নায়িকা শায়লা সাবিকে তার নিজের আস্তানায় আটকে রাখেন। তাকে উদ্ধার করতে সেখানে এসে উপস্থিত হন অনন্ত জলিল। তখন পুরো অ্যাকশনটা হয় মোবাইল ফোন দিয়ে! মূল বিষয় হচ্ছে, এখানে অনন্তর হাতিয়ার ওই মুঠোফোন। গত শুক্রবার এর দৃশ্যধারণ শেষ হয়েছে। এটি এখন সম্পাদনার টেবিলে।
বিজ্ঞাপনচিত্রটির ক্যামেরায় ছিলেন ভারতের ভেঙ্কট গঙ্গাধারী। অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন শান্তনু পাল। নির্মাতা জানিয়েছেন, আসছে জানুয়ারি থেকে দেশের সব টিভি চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে।

error: দুঃখিত!