১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:৩৬
Search
Close this search box.
Search
Close this search box.
এত বিরোধিতার পরও ভোটের মাঠে জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন মৃণাল কান্তি দাস
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ জানুয়ারি ২০২৪, শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ ৩ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠ কাপানো মৃণাল কান্তি দাস শুরু থেকেই জেলা আওয়ামী লীগসহ সদর ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের প্রবল বিরোধিতার মুখে পড়েন। সদর উপজেলার প্রায় সবকয়টি ইউনিয়ন চেয়ারম্যানও ছিলেন তার বিরোধিতায়।

এরপরও ভোটের মাঠে জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন টানা দুইবারের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। তার সাথে প্রতিদ্বন্দীতা করে বিজয়ী হওয়া কাঁচি প্রতীকের প্রার্থী ফয়সাল বিপ্লবের সাথে ভোটের ব্যবধান মাত্র ৬ হাজার ৮৭২।

সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগানো, সংঘাত-সংঘর্ষ, সবকিছুর উর্ধ্বে ব্যক্তি হিসেবে ‘ক্লিন ইমেজের’ মৃণাল কান্তি দাসকে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন ৮২ হাজার ৮৩৩জন ভোটার।

এই আসনের ১০ প্রার্থীর মোট ভোট ১ লাখ ৭৭ হাজার ৭২৩। যার মধ্যে ফয়সাল বিপ্লবের কাঁচি প্রতীক পেয়েছে ৮৯ হাজার ৭০৫ভোট ও মৃণাল কান্তি দাসের নৌকা প্রতীক পেয়েছে ৮২ হাজার ৮৩৩ ভোট। বাকি ৫ হাজার ১৮৫ ভোট পেয়েছে অন্য ৮ প্রার্থী। এই আসনে বাতিল হয়েছে ৪ হাজার ২৭২ভোট। ভোট পড়েছে মোট ভোটারের ৩৭ দশমিক ৯০ শতাংশ।

error: দুঃখিত!