এক্সপ্রেসওয়েতে গতি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে মোটরসাইকেল চালকের
মুন্সিগঞ্জ, ১৩ জুন ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সার্ভিস লেনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় আহত হন সাথে থাকা আরোহী। আজ শুক্রবার দুপুর ৩টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. জসিম ওরফে বাবু (৩৬) শ্রীনগরের শ্যামসিদ্ধি এলাকার শেখ জামাল উদ্দিনের পুত্র। আহত লক্ষ্মী রানী ওরফে মাহি (২৮) গাজীপুরের বোর্ডবাজার এলাকার রবি চন্দ্র দাসের কন্যা। হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো. জসিমকে মৃত ঘোষণা করেন এবং আহতকে উন্নত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল...
13
মুন্সিগঞ্জ, ১৩ জুন ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সার্ভিস লেনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় আহত হন সাথে থাকা আরোহী।
আজ শুক্রবার দুপুর ৩টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. জসিম ওরফে বাবু (৩৬) শ্রীনগরের শ্যামসিদ্ধি এলাকার শেখ জামাল উদ্দিনের পুত্র। আহত লক্ষ্মী রানী ওরফে মাহি (২৮) গাজীপুরের বোর্ডবাজার এলাকার রবি চন্দ্র দাসের কন্যা।
হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো. জসিমকে মৃত ঘোষণা করেন এবং আহতকে উন্নত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে প্রেরণ করেন।


