৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১২:৪৫
উপজেলা নির্বাচন; ১০ মার্চ প্রথম ভোট
খবরটি শেয়ার করুন:

আগামী ১০ মার্চ প্রথম ধাপে ৮৭টি উপজেলা পরিষদের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

রোববার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে পঞ্চম উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে এ তথ্য জানান কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ ফেব্রুয়ারি, বাছাই ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারি। দ্বিতীয় ধাপে ভোট ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোট গ্রহণ হবে।

সচিব জানান, পঞ্চম ধাপে ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ ১৮ জুন।

উপজেলার সব পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে— পদে থেকে নির্বাচন করতে পারবেন না চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা—এ কথা জানিয়ে সচিব বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান।

error: দুঃখিত!