ইসরায়েলের দুই এলাকায় ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, নিহত ৮
মুন্সিগঞ্জ, ১৫ জুন ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর) ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শনিবার দিবাগত রাতে ৮ জন নিহত হওয়ার খবর দিয়েছে বিবিসি। ইসরায়েলের জরুরি সেবা কর্তৃপক্ষ মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) বলেছে, তেল আবিবের বাত ইয়াম এলাকায় তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬৯ বছর বয়সী ও ৮০ বছর বয়সী দুই নারী এবং ১০ বছর বয়সী এক শিশু আছে। আহত হয়েছে আরও ১০০ জন। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় শহর তামরাতে হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।
17
মুন্সিগঞ্জ, ১৫ জুন ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শনিবার দিবাগত রাতে ৮ জন নিহত হওয়ার খবর দিয়েছে বিবিসি।
ইসরায়েলের জরুরি সেবা কর্তৃপক্ষ মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) বলেছে, তেল আবিবের বাত ইয়াম এলাকায় তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬৯ বছর বয়সী ও ৮০ বছর বয়সী দুই নারী এবং ১০ বছর বয়সী এক শিশু আছে। আহত হয়েছে আরও ১০০ জন।
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় শহর তামরাতে হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।


