১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ২:১৪
ইউপি নির্বাচন: মুন্সিগঞ্জে আচরণবিধি ভঙ্গ করায় জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ নভেম্বর, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে আসন্ন ইউপি নির্বাচনের প্রচার প্রচারণায় প্রার্থী ও সমর্থকরা আচরণবিধি ভঙ্গ করার দায়ে পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ।

জানা যায়, শুক্রবার উপজেলার পাটাভোগ, কোলাপাড়া, শ্রীনগর, বাড়ৈখালী, বীরতারা, তন্তর, ষোলঘর, কুকুটিয়া, বাঘড়া, আটপাড়া ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এর মধ্যে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অপরাধে ষোলঘর ইউনিয়নের নৌকার সমর্থক, আটপাড়ায় চশমা ও আনারস সমর্থক ও পাটাভোগে আনারস সমর্থকের কাছ থেকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাটাভোগে নৌকার সমর্থক ও এক ইউপি সদস্য, ষোলঘরে নৌকার সমর্থক ও কোলাপাড়ায় একজন মেম্বার প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুই দিনে জরিমানার মোট ৭৭ হাজার টাকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ।

error: দুঃখিত!