মুন্সিগঞ্জ, ৮ সেপ্টেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
অবৈধ কারেন্ট জাল উদ্ধারের ঘটনায় মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে ৯ দিনের মাথায় আরও দুইটি মামলা দায়ের হয়েছে মুন্সিগঞ্জ সদর থানায়।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, গতকাল বুধবার সকালে পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে প্রধান আসামি করে নৌ পুলিশ বাদী হয়ে মামলা দুইটি দায়ের করে।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সোবহান জানান, গেল মঙ্গলবার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ পান্না সিনেমা হলের পিছনে জিএম কর্পোরেশন নামে একটি ও ডিঙ্গাভাঙ্গায় সওবান নামে আরেকটি জাল আয়রনের ফ্যাক্টরি থেকে ১ কোটি ৭ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ফ্যাক্টরি দুইটির মালিক পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা।
এর আগে গত ২৮ আগস্ট ২ কোটি ৫১ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধারের ঘটনায় গোলাম মোস্তফাকে প্রধান আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে নৌ পুলিশ। মামলা নং ৫৪ (০৮) ২২ ও ৫৫ (০৮) ২২।