২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৪:১১
Search
Close this search box.
Search
Close this search box.
‘আশিকী’ সিনেমার নতুন আরেকটি গানের ট্র্যাক প্রকাশ
খবরটি শেয়ার করুন:

বিনোদন প্রতিবেদকঃ পর পর দুটি ট্রাক এর পর প্রকাশ হলো আব্দুল আজিজ ও অশোক পাতি পরিচালিত ‘আশিকী’ সিনেমার নতুন আরেকটি গানের ট্র্যাক। এ নিয়ে সিনেমাটির তিনটি ট্র্যাক প্রকাশ হল। নতুন গানটির শিরোনামে ‘বৃষ্টি ভেজা’। ইউটিউবে প্রায় ৫ মিনিট দৈর্ঘ্যের গানটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। স্যাভির সঙ্গীতে গানটি গেয়েছেন সাদাব হাশমী। এতে অভিনয় করেছেন অঙ্কুশ ও নুসরাত ফারিয়া। আসুন জাজের ইউটিউব চ্যানেল থেকে গানটি সম্পর্কে ভিউয়ারদের কিছু মন্তব্য জেনে নিই— মেহেদী আক্তার স্বর্ণা লিখেছেন, ‘এক ধাঁচের ভিডিও আর কত বানাতে ইচ্ছে করে?? আপনারা ক্লান্ত হন না??? আর গানের সাথে যে ঠোঁট মিলানো গড়বড় হয়েছে এটা তো মাফই করে দিলাম…।’

নবাগত নুসরাত ফারিয়ার প্রশংসা করে রাকিব রহমান লিখেছেন, ‌‘ফারিয়া আপাকে অসাধারণ লেগেছে। এমন লুক এমন ফিগারের নায়িকা এ দেশে খুব কমই আছে। তবে তার এক্সপ্রেশন নিয়ে কাজ করা উচিত। অনেক জায়গাতে হিমশীতল উপস্থিতি, যেখানে তার চোখমুখে কথা বলা উচিত ছিল। অথবা এমনও হতে পারে তিনি দুর্দান্ত এক্সপ্রেশন দেন, কিন্তু তা কড়া মেকাপের নিচে ঢাকা পড়ে যায়। সেক্ষেত্রে তার মেকাপের দিকে নজর দেয়া উচিত।’ আলেখ্য দাস লিখেছেন, ‘Savvy has done a good job on this album. Liked this song and the title song was amazing. Ankush looks good but Faria needs to improve her expressions.’ সাইদুল ইসলাম সাগরের কণ্ঠে খানিকটা হতাশার সুর, ‌‘ইন্ডিয়ান কোলকাতার আর দশটা গানের মত কোন পরিবর্তন নাই ধুররর…… জাজকে বলি, যৌথ ছিনেমা করুন তবে এসকে মুভিজকে এবার বাদ দেন অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে ছবি করুন নতুন কিছু পেতে পারেন।’ হাসান আহমেদ এতটা হতাশ নন। তিনি লিখেছেন, ‘গানটা অনেক সুন্দর। নুসরাত নতুন হিসাবে অনেক ভালো করছে। গুড। ক্যারি অন নুসরাত।’

error: দুঃখিত!