মুন্সীগঞ্জ সদর উপজেলার সাতানিখিলে আলুর মাঠ দিবস পালিত হয়েছে। আলুর মড়ক দমন প্রতিরোধী জাতের সম্প্রসারণ নিয়ে আজ মঙ্গলবার এ মাঠ দিবস পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কন্দাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. জাহাঙ্গীর হোসেন। মুন্সীগঞ্জ উপ কেন্দ্রে উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নিজাউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথির ভাষন দেন সিইপির কলসালটেন্ট ড. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা ট্রেনিং অফিসার কৃষিবীদ কাজী হাবিবুর রহমান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জগদীশ চন্দ্র দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে আলুর মড়ক দমন প্রতিরোধী জাতের সম্প্রসারণ সম্পর্কে হাতে কলমে কৃষকদের কাছে উপস্থাপন করা হয়।