মুন্সিগঞ্জ, ১১ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিন বিকাল ৩টায় প্রচারিত হচ্ছে ‘স্টানিং বাই শাহাদ ফ্যাশন’ এর সৌজন্যে আমার বিক্রমপুরের বিশেষ অনুষ্ঠান তোহফায়ে রমাদান। বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি এতে থাকছে দর্শকদের জন্য ইসলামিক কুইজ।
কুইজে অংশ নিয়ে লটারি জিতলেই পাবেন বাইটস রেষ্টুরেন্টে ইফতার। এছাড়া লটারির মাধ্যমে বিজয়ীরা পাবেন স্মার্টফোন, পাওয়ার ব্যাংক, পাঞ্জাবি, স্মার্টওয়াচ, আয়রন মেশিন, ব্লুটুথ স্পিকার, এয়ারবার্ডস, আতর+তবজি+জায়নামাজ সেট ইত্যাদি।
পহেলা রমজান থেকে শুরু হওয়া ইসলামিক কুইজ চলবে আর মাত্র ৫দিন। অর্থাৎ ১৫ রমজান পর্যন্ত। ১৫ রমজানের পর আরো কোন উত্তর কাউন্ট হবে না। কমেন্টস সেকশন বন্ধ করে দেয়া হবে। ১৬ ও ১৭ রমজান সঠিক উত্তরদাতাদের তথ্য সংগ্রহ করা হবে।
প্রতি এপিসোডের যে কুইজ সেগুলোর উত্তর শুধুমাত্র ওই নির্দিষ্ট এপিসোডের কমেন্টসেই লিখতে হবে। এক এপিসোডের উত্তর আরেক এপিসোডের কমেন্টসে দেয়া যাবে না।
১৮ রমজান ফেসবুক লাইভে পৃথক ১৫টি লটারির মাধ্যমে ১৫ জন বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ১৯ রমজান ১৫ জন বিজয়ীকে নিয়ে মুন্সিগঞ্জ শহরের বাইটস রেষ্টুরেন্টে ‘পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হবে। সেখানে পুনরায় লটারির মাধ্যমে বিজয়ীদের হাতে ১৫টি পুরস্কার তুলে দেয়া হবে। একই অনুষ্ঠানে উপস্থিত বিজয়ীদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে দেয়া হবে স্মার্টফোন।
লটারিতে বিজয়ীদের জন্য উপহার হিসাবে যা যা থাকছে- স্মার্টওয়াচ ২টি, পাওয়ার ব্যাংক ১টি, পাঞ্জাবি ৩টি, ব্লুটুথ স্পিকার ১টি, একটি উন্নত মানের কোরআন শরিফ, আতর+তবজি+ জায়নামাজ সেট ৩টি, আয়রন মেশিন ১টি, ব্লুটুথ এয়ারবার্ডস ১টি ও ইলেক্ট্রিক কেটলি ১টি।
লটারির মাধ্যমে বিজয়ীদের মাঝে এসব উপহার নির্ধারণ করা হবে। অর্থাৎ কে কোন উপহারটি পাবেন সেটি লটারি করে নির্ধারণ করা হবে।
একটি আইডি থেকে একাধিক কমেন্টস করা যাবে। তবে সঠিক উত্তরসহ একটিমাত্র কমেন্টস আমাদের তালিকায় লিপিবদ্ধ হবে। ফেইক আইডি বা ছদ্মনামে আইডির উত্তর গ্রহণ করা হবে না।
আমার বিক্রমপুর অথবা স্পনসর প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট অথবা পরিবারের সদস্য কাউকে উত্তরদাতা হিসাবে গ্রহণ করা হবে না। মুন্সিগঞ্জ জেলার বাইরে থেকেও যে কেউ এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
পুরস্কারগুলো দেয়া হবে স্টানিং বাই শাহাদ ফ্যাশন, ডিজাইন স্টুডিও, বাইটস, খাদিজা গ্রেস ও ক্যাপচার মেমোরিজ এর সৌজন্যে।