এবার বাজারে এসেছে স্প্রে কনডম।অবাক হবার মতো প্রযুক্তির এই বিস্ময় উপহার দিয়েছেন মাইকেল চু নামের এক জার্মান বিজ্ঞানী।বিজ্ঞানী চু জানান, স্প্রে অন কন্ডোমের নাম দেওয়া হয়েছে, ‘গার্লপ্লে’। একটি কঠিন প্লাস্টিকের টিউবের মধ্যে থাকবে এই তরল কনডম। ডিওডোরান্টের মতো। যৌন মিলনের সময় যৌনাঙ্গে শুধু স্প্রে করলেই হবে।বিশেষ মুহূর্তের জন্য এবার স্প্রে কনডম!
জার্মান যৌন শিক্ষক ইয়ান ভিঞ্জেঞ্জ ক্রাউসের প্রক্রিয়া অনুসরণ করে তিনি এ বিশেষ কনডম আবিষ্কার করেছেন বলে জানান চু।চু আরো বলেন, বিশেষ এই তরল কনডম বিশেষ মুহূর্তের আগে যৌনাঙ্গের চারিদিকে স্প্রে করে দিলেই কেল্লাফতে। নির্দ্বিধায় মিলন করা যাবে। অন্তঃসত্ত্বা হওয়ার ভয় থাকবে না।বিশেষ মুহূর্তের জন্য এবার স্প্রে কনডম!সবচেয়ে আকর্ষনীয় বিষয় হলো রিমোটের মাধ্যমে এই কনডমের সুগন্ধ পরিবর্তন করা যাবে ইচ্ছেমতো।
খুব দ্রুতই সারাবিশ্বে এই কনডম ছড়িয়ে দেয়া হবে বলেও চু জানান।