৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ১০:৩১
‘আমরা কষ্ট করবো, আপনি তালি বাজাবেন সেই সুযোগ দিবো না’- মনছুর আহমেদ কালাম
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মনছুর আহমেদ কালাম বলেছেন, ‘আমরা কষ্ট করবো, আপনি তালি বাজাবেন সেই সুযোগ দিবো না। নির্বাচন এলেই মিথ্যা মামলা দিয়ে আপনি যে দমন-নিপীড়ন চালান তারা কিন্তু আওয়ামী লীগেরই নেতাকর্মী’

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মিরকাদিম পৌরসভার দরগাহবাড়ি এলাকায় একটি কর্মী সভায় মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিনের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী এই কর্মী সভায় আসন্ন মিরকাদিম পৌরসভা নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দীতা করবেন বলে ঘোষনা দিয়ে খুব শীঘ্রই প্রতি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি করবেন বলে জানান।

কালাম এসময় আরও বলেন, ‘আজকে আমরা একজন ঘৃণ্য ব্যক্তির বিরুদ্ধে লড়ছি। যার কাছে সবাই জিম্মি। এই জিম্মিদশা থেকে বের হতে হলে কমিটমেন্ট দরকার। কি পেলাম আর কি পেলাম না তা ভাবার সময় খুব বেশি নেই।’

মনছুর আহমেদ কালাম বলেন, ‘লড়ছি কথা বলার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য, মেয়র হওয়ার জন্য না।’

কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বাসু, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান শরিফ, কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহ সভাপতি জলিল মাদবর, পৌর ছাত্রলীগের সভাপতি খালিদ মাহমুদ রকি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন প্রমুখ।

error: দুঃখিত!