রাজকুমার হিরানীর সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম ‘মুন্নাভাই এমবিবিএস’ এবং ‘লাগে রাহো মুন্নাভাই’। ২০০৩ এবং ২০০৬ সালে মুক্তি পাওয়া ছবি দুটির আরও একটি সিক্যুয়েল সামনে তৈরি করা হবে।
মুন্নাভাই সিরিজের প্রথম চলচ্চিত্র ‘মুন্নাভাই এমবিবিএস’ মুক্তি পায় ২০০৩ সালে। মুক্তির পর ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপকভাবে প্রশংসিত হয়। ব্যাপক প্রশংসিত এ ছবির সিক্যুয়েল ‘লাগে রাহো মুন্না ভাই’ মুক্তি পায় ২০০৬ সালে। এই ছবিটিও সকল মহলে প্রশংসিত হয়েছিল।
দুটি ছবিরই মূল চরিত্রে দেখা গিয়েছিল সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসিকে। এতে ‘মুন্নাভাই’য়ের চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জু এবং তার সাগরেদ ‘সার্কিট’ এর চরিত্রে ছিলেন আরশাদ ওয়ারসি।
সম্প্রতি আরশাদ ওয়ারসি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুন্নাভাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব করার কথা ভাবছেন পরিচালক রাজকুমার হিরানী। তৃতীয় ছবিতেও তিনি এবং সঞ্জয় দত্ত থাকবেন বলেই জানান তিনি। সব ঠিক থাকলে ২০১৯ সালের মাঝামাঝি থেকে ছবির কাজ শুরু হতে পারে।