১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:১৯
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে মুন্সিগঞ্জে সনাকের মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ সেপ্টেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সিগঞ্জের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ‘সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার’সহ বিভিন্ন দাবিতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সনাক মুন্সিগঞ্জের সভাপতি তানভীর হাসান বলেন, শিক্ষা মৌলিক অধিকার এবং এই অধিকার বঞ্চিত হলে সেটি একটি বড় দুর্নীতি এবং সারাদেশের তুলনায় মুন্সিগঞ্জের সাক্ষরতার হার কম উল্লেখ করে এজন্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহনের উপর জোর আরোপ করেন তিনি।
টিআইবি মুন্সিগঞ্জের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাহবুব হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সনাক সদস্য জাইদুল হাদী, মো. হোসেন সোহেল, এসিজি সদস্য কামরুল হাসান রাজুসহ মুন্সিগঞ্জের ৪টি এসিজি’র সদস্য, ইয়ুথ এনগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক অঙ্গনের নেতা-কর্মী, মিডিয়া কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
error: দুঃখিত!