২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৩০
আগষ্টের শেষ দিনে মুন্সিগঞ্জ শহরে স্বতঃস্ফূর্ত শোকসভা
খবরটি শেয়ার করুন:

জাতীয় শোকের মাস আগষ্টের শেষ দিনে মুন্সিগঞ্জ জেলা শহরে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান করেছে পৌর নাগরিক কমিটি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।

প্রবীণ আইনজীবী আরশেদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে অংশ নেন নারী নেত্রী খালেদা খানম।

প্রধান অতিথির বক্তব্যে মৃণাল কান্তি দাস বঙ্গবন্ধু হত্যাকান্ডে জিয়াউর রহমানের জড়িত থাকার কথা উল্লেখ করে বলেন জিয়ার পরিবার এখন পর্যন্তও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। জিয়ার পুত্র তারেক আগষ্ট মাস আসলেই পায়তারা শুরু করে আবার কয়েকদিন ধীরস্থির থাকে। এর মানে এই নয় আগামী নির্বাচনে খালেদা-তারেক ও ফখরুল গংরা দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইবেনা। সুতরাং আমাদেরকে এখন থেকেই সতর্ক থাকতে হবে। সরকারের ধারাটা ধারাবাহিকতা রক্ষায় সর্বাত্মক চেষ্টা করে যেতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আল মাহমুদ বাবু।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ শহর সহ আশেপাশের প্রায় ৭টি ইউনিয়ন থেকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

error: দুঃখিত!