ইদানিং ক্রমাগত ঝড় হচ্ছে আর সেই সঙ্গে দেখা দিচ্ছে বজ্রসহ বৃষ্টি। বজ্রপাত চলাকালীন বাইরে খোলা জায়গায় থাকা খুবই বিপজ্জনক। এতে বজ্রাহত হওয়ার ভয়াবহ ঝুঁকি থাকে। এ নিয়ে মোটেই অবহেলা করবেন না। জেনে নিন নিজেকে বিদ্যুৎ থেকে নিরাপদ রাখায় উপায়।
প্রতি বছরে পাঁচ লাখ মানুষে একজনের বজ্রাহত হওয়ার ঝুঁকি থাকে। যারা বাইরে কাজ করেন বা বজ্রপাতের সময়ে বাইরে থাকেন তাদের এই ঝুঁকি বেশি। তবে বাইরে থাকলেও কিছু কাজে ঝুঁকি কমিয়ে আনা যায়।
নিরাপদ থাকতে যা যা করতে হবে
আবহাওয়ার পুর্বাভাসে যদি বলা হয় বজ্রপাত হবে, তাহলে সেদিন বেশি সময় বাইরে কাটানোর পরিকল্পনা বাদ দিন
বজ্রপাতের শব্দ শুনলে ঘরের ভেতরে চলে যান।
মাঠে কাজ করছেন এবং আশপাশে কোনো ঘর নেই, তখন বজ্রপাত শুরু হলে উবু হয়ে বসে পড়ুন। মাটির সঙ্গে পুরো শরীর লাগাবেন না বরং শুধু পায়ের পাতা ছাড়া বাকি শরীর যেন মাটি স্পর্শ না করে সেদিকে খেয়াল রাখুন। কারণ বজ্রপাত হলে ১০০ ফুট পর্যন্ত মাটি স্পর্শ করা বিপজ্জনক।
কংক্রিটের মেঝে বা দেয়াল থেকে দূরে থাকুন। তার থেকে দূরে থাকুন।
পানির কল বা শাওয়ার ব্যবহার করবেন না বজ্রপাত বন্ধ না হওয়া পর্যন্ত।
যে কোনো রকমের ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকুন। এমনকি টিভি বা রেডিও বন্ধ রাখুন।
তারযুক্ত ল্যান্ডফোন ব্যবহার করবেন না। তবে স্মার্টফোন বা সেলফোন ব্যবহার করতে পারেন।
বজ্রাহত হওয়াটা দুর্লভ হলেও এতে মারাত্মক আহত এমনকি নিহত হওয়ার ঝুঁকি থাকে। তাই এ সময় নিজেকে নিরাপদ রাখুন।