২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:৩৪
আইনজীবী সবুজের উপর হামলা, মাঠে আইনজীবী সমিতি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জে আইনজীবী মাহবুবুর রশিদ সবুজের উপর হামলার ঘটনায় মাঠে নেমেছে জেলা আইনজীবী সমিতি।

তারা আজ (১৩জুন) বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ কোর্ট প্রাঙ্গনে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন করে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী আর্শেদ উদ্দিন চৌধুরী, অজয় চক্রবতি, শ.ম হাবিবুর রহমান, সামসুন্নাহার শিল্পী,আইনজীবী তোতা মিয়া,মাসুদ আলম,নাসিমা আক্তার, আইনজীবী শাহীন মোহাম্মদ আমান উল্লাহ, আইনজীবী দেলোয়ার হোসেন, আইনজীবী গোলাম মাওলা তপন সহ প্রমুখ আইনজীবীরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধায় শহরের লিচু তলা এলাকায় আইনজীবী মাহবুবুর রশিদ সবুজের উপর হামলা চালায় একদল সন্ত্রাসী। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত ও যখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

তার উপরে হামলার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে উপজেলা নির্বাচনে মিছিলে অংশ নেয়াকে কেন্দ্র করেও তার উপর হামলা হয়। সেসময় সবুজ আহত অবস্থায়ই মিছিলে অংশ নেন।

তার সহকর্মী আইনজীবীদের ধারনা, পূর্ব শত্রুতার জের অথবা রাজনৈতিক কারনে তার উপরে এই হামলা। সবুজ স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের অনুসারী হিসেবে পরিচিত। তার কর্মসূচিগুলোতে তার সরব উপস্থিতি চোখে পড়ার মত।

error: দুঃখিত!