৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ২:২২
অবশেষে ফুলের মালা ইমরান কবির ইমানের গলায়
খবরটি শেয়ার করুন:

ষ্টাফ রিপোর্টারঃ  মুন্সীগঞ্জের চর কেওয়ার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদে বিশিষ্ট সমাজ সেবক হাজী ইমরান কবির ইমান  জনগনের ভোটে জয় লাভ করেছে। সুষ্ঠ নির্বাচনে জনগন তাকে মনোনিত করেছে । তার বিপরিত প্রার্থী হামলা  করেও তার বিজয় ঠেকাতে পারেনি। তিনি মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারী হরগঙ্গা কলেজের সাবেক ছাত্র।

বংশ পরাম্পরায় তার পরিবার দানবীর হিসেবে পরিচিতি থাকায় এলাকায় তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। এ কারনে তিনি জয় লাভ করেন ।

বিজয়ী ইমরান কবির বলেন, জনগন আমাকে ভোট দিয়ে পাশ করিয়েছে । আমি তাদের সাথে ছিলাম, আছি, থাকবো । এছারাও তিনি এলাকার সার্বিক উন্নয়নের আশ্বাস দেন। তিনি মেধাবী ও দরিদ্রদের বৃত্তি প্রদানের কথাও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ৬নং ওয়ার্ড থেকে সকল প্রকার সহিংসতা, সংঘাত বন্ধ করে  ৬নং ওয়ার্ডকে চরকেওয়ার ইউনিয়নের মধ্যে মডেল ওয়ার্ড বানানোর লক্ষে কাজ করবো ।

error: দুঃখিত!