মুন্সিগঞ্জ, ৩১ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অফিসিয়াল হোস্ট হয়েছেন মুন্সিগঞ্জের মেয়ে নুসরাত জেরিন।
বেশ কয়েকটি দল বিদেশি হোস্ট নিয়ে এলেও উপস্থাপনার দক্ষতায় জায়গা করে নেয়া মুন্সিগঞ্জের টংগিবাড়ীর মেয়ে নুসরাত জেরিনকে বেছে নিয়েছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ।
নুসরাত মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার মেয়ে। সরকারি হরগঙ্গা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করে মিডিয়ায় পা রেখেছেন উপস্থাপক হিসাবে। মিডিয়ায় কাজ করার পাশাপাশি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগে প্রভাষক হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি।
এনটিভিতে উপস্থাপনা দিয়ে মিডিয়াতে যাত্রা শুরু হয় নুসরাত জেরিনের। এরপর বিটিভি, বাংলা ভিশন, দেশ টিভি, চ্যানেল আই, মাছরাঙ্গা টেলিভিশন, টি স্পোর্টস থেকে শুরু করে প্রথম সারির সকল টেলিভিশনের সাথে কাজ করেছেন নুসরাত।
এবারের বিপিএলে ফরচুন বরিশালের অফিসিয়াল হোস্ট হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ প্রতিদিনে ‘বিপিএল ধামাকা’ শিরোনামের খেলাধুলার প্রোগ্রাম উপস্থাপনা করছেন নুসরাত।