২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:৪৮
আব্দুল্লাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহজাহান, সম্পাদক নয়ন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৫ নভেম্বর, ২০১৯, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শাহজাহান কবির সভাপতি ও জাকির হোসেন নয়ন বেপারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) আব্দুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ভোট গ্রহন ও গননা শেষে ফলাফল ঘোষনা করা হয়।

এতে ৯টি ওয়ার্ডের ২৪৬জন কাউন্সিলরের মধ্যে সভাপতি পদে শাহজহান বেপারী ১২৯ ও সাধারণ সম্পাদক নয়ন বেপারী ১৭০ভোট পেয়ে নির্বাচিত হন।

এর আগে সম্মেলনের উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মাঝি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বেলায়েত শাহীন, আ’লীগ নেতা রাশেদ নবী খোকন, আব্দুল হাই বেপারী, জামাল হোসেন মন্ডল, গোপাল পাল, ছাত্রলীগ নেতা সেলিম বেপারী, আশফাক আরিফ বাবু, সানু বাবু প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আব্দুর রহিম বেপারী।

error: দুঃখিত!