মুন্সিগঞ্জ, ২ এপ্রিল, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দ্বিতীয় ধাপে মুন্সিগঞ্জের টংগিবাড়ী ও লৌহজং উপজেলাসহ সারাদেশের ১৬১ উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, এই দুই উপজেলায় নির্বাচন আগামী ২১ মে। ভোট হবে ব্যালটপেপারে।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) নির্বাচন কমিশনের উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ মে (মঙ্গলবার) মুন্সিগঞ্জের টংগিবাড়ী ও লৌহজং উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২১ এপ্রিল (রোববার) পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল (মঙ্গলবার), মনোনয়ন বাছাইয়ে রিটানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪-২৬ এপ্রিল (বুধবার-শুক্রবার), আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল (শনিবার-সোমবার), প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল (মঙ্গলবার)। প্রতীক বরাদ্দ হবে ২ মে (বৃহস্পতিবার) এবং ভোট হবে ২১ মে (মঙ্গলবার)।
প্রজ্ঞাপন সূত্রে আরও জানা গেছে, এই দুই উপজেলায় ভোট হবে ব্যালটপেপার পদ্ধতিতে।