মুন্সিগঞ্জ, ১৮ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
রাজধানী ঢাকার ওয়ারী থেকে বিদেশী পিস্তলসহ মুন্সিগঞ্জের শ্রীনগরের মাইদুল কে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা’র দিকে ঢাকার ওয়ারী থানাধীন ১২ নং নবাব ষ্ট্রীট এর বাবলী রোজ গার্ডেন এলাকায় অভিযান পরিচালনা করে টি বিদেশি পিস্তুল, ২ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড এ্যামুনেশনসহ শ্রীনগরের ষোলঘর এলাকার গাজী সিরাজুল ইসলামের ছেলে তায়েফ (৩৮) কে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ১ টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার নব্বই টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামি পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবত ঢাকা মহানগর এলাকা সহ অন্যান্য এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন লোকজনকে পিস্তলের ভয় দেখিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।