মুন্সিগঞ্জ, ১৭ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল গ্রাম হতে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে ৮২০ পিস ইয়াবাসহ মাদক ১ মাদক বিক্রেতাকে গ্রেফতার করছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রামপাল কলেজ গেইটের সামনে থেকে র্যাব-১১ তাকে আটক করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রিয়েল মিয়া (৩২) সদর উপজেলার দালাল পাড়া গ্রামের সাজু দালাল এর ছেলে।
র্যাব জানায়, উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ জেলা এবং পাশ্বর্বর্তী ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।