১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:৩১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ-১, আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন ইঞ্জি. সুব্রত সরকার
খবরটি শেয়ার করুন:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ কম্পিউটার সমিতি(বিসিএস) এর সভাপতি ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার।

আজ রবিবার (১১ নভেম্বর) ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় ইঞ্জি. সুব্রত সরকারের বিশাল সমর্থক গোষ্ঠী তার সঙ্গে দলীয় কার্যালয়ে ‘নৌকায় ভোট দিন’ স্লোগানে যোগদান করেন।

সুব্রত সরকার সাংবাদিকদের বলেন, মুন্সিগঞ্জ-১ আসনের জনগণের প্রাণের দাবি হিসেবেই আমি এবার মনোনয়ন প্রত্যাশী হয়েছি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য কাজ করছি। তাদের পাশে রয়েছি। আশা করি দলীয় মনোনয়ন পাব। আমরা ইতোমধ্যে মুন্সিগঞ্জ-১ আসনের সর্বস্তরে নৌকা মার্কার প্রচারণা শুরু করেছি। সাধারণ জনগণ আমাদের সঙ্গে রয়েছে। নির্বাচনে জিততে নৌকায় ভোট দিবেন বলে তারা আমাদের আশ্বস্ত করেছেন। আমরা আশা করছি, আওয়ামী লীগের মনোনয়ন পেলে নিঃসন্দেহে এই আসনে নৌকা বিজয়ী হবে।

error: দুঃখিত!