মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল, ২০২০, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ৪১বোতল ফেন্সিডিল ও মাদক ব্যবসার নগদ ৭লক্ষ টাকা সহ মাদকচক্রের ৩সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১ ।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে সদর উপজেলার কেওয়ার, পঞ্চসার ও বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার উত্তর মহাকালী গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র জুকুন (৪৫), কেওয়ার এলাকার বারেক শেখের পুত্র রাজীব (৩২), উত্তর গুহেরকান্দি এলাকার আবু মোল্লার পুত্র হাসান (৩২)। এছাড়াও অভিযানে মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-১১ (সিপিসি-১) এর কোম্পানী কমান্ডার এনায়েত হোসেন মান্না জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর থেকে সদর উপজেলার কেওয়ার এলাকায় অভিযান চালানো হয়।
এসময় মাদকচক্রের ৩সদস্যকে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পঞ্চসারে অভিযান চালিয়ে ৪১বোতল ফেন্সিডিল ও বাগবাড়ি থেকে নগদ ৭লক্ষ টাকা উদ্ধার করা হয়। চক্রটি র্দীঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। এ চক্রের আরেকজন হোতাকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।