২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:১০
মুন্সিগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ এপ্রিল, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে ইসতিসকার নামায বা সালাতুল ই‌স্তিস্কা নামাজ আদায় করেছেন এলাকাবাসী।

আজ রোববার (১১ এপ্রিল) সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঘোষআনী গ্রামে ধর্মপ্রাণ মানুষ এ নামাজ আদায় করেন। নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন বয়রাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. সোলেমান।

উল্লেখ্য যে, সৌদি আরবে রহমতের বৃষ্টির জন্য প্রতি বছরই একাধিকবার সালাতুল ই‌স্তিস্কা নামাজ পড়া হয়। বিশেষ করে যখনই অনাবৃষ্টি তথা খড়ার প্রকোপ বেড়ে যায় তখনই ইসতেখারা নামাজ পড়া হয়। আর এমনটি করা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্যতম সুন্নাত।

একনিষ্ঠ তাওবা করার মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে অতিরিক্ত ১২ তাকবিরের মাধ্যমে ২ রাকাআত নফল নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর কাছে পানি প্রার্থনা করাই হলো সালাতুল ই‌স্তিস্কা। এ নামাজ কোনো আজান ও ইকামত ছাড়া জামাআতের সঙ্গে পড়তে হয়।

error: দুঃখিত!