মুন্সিগঞ্জ, ১৬ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে সারা দেশে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি পালন করেছে সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ সোমবার সকাল সাড়ে ১১টা’র দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকার গোসাইবাগ এলাকা থেকে মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির ব্যানারে মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন আহম্মেদ, সদস্য সচিব মনিরুজ্জামান মনির, মুন্সিগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ও পৌরসভার সাবেক মেয়র একেএম ইরাদত মানু, সদস্য সচিব এডভোকেট মাহবুবউল আলম স্বপন, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, শহর ছাত্রদলের আহবায়ক রোমান হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক তাজুল ইসলাম সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।