মুন্সিগঞ্জ, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নে পদযাত্রা করেছে পঞ্চসার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টা’র দিকে কর্মসূচিটি মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকা থেকে শুরু হয়ে মুক্তারপুর ব্রীজের সামনে গিয়ে শেষ হয়।
এতে সদর উপজেলা বিএনপির আহবায়ক মো: মহিউদ্দিন আহমেদ, সদস্য সচিব মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি আয়াত আলী দেওয়ানসহ অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
অপরদিকে জেলার লৌহজং উপজেলার গাওদিয়া বাজার এলাকায় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদের নেতৃত্বে পূ্র্বঘোষিত পদযাত্রা কর্মসূচি পালিত হয়।