১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:১০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় ছাত্রদল নেতা আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ এপ্রিল, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৫ এপ্রিল) গভীর রাতে তাকে উপজেলার বেঁজগাও এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, শ্রীনগর উপজেলা ছাত্রদল নেতা আশ্রাফুল শুভ তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ বিতরণ কার্যক্রমকে কটাক্ষ করে পোষ্ট দেয়।

এছাড়াও সে বঙ্গবন্ধুর আত্নস্বীকৃত খুনি মাজেদের ফাঁসি নিয়ে সমালোচনা করে পোষ্ট করে। বিষয়টি র‌্যাবের নজরে এলে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ও শ্রীনগর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

র‌্যাব-১১ মুন্সীগঞ্জের ভাগ্যকুল ক্যাম্পের এসপি এনায়েত হোসেন মান্নান জানান, আশ্রাফুল শুভ’র বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

error: দুঃখিত!