মুন্সিগঞ্জ, ২১ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে করোনা পরিস্থিতিতে কর্মহীন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করেছে তরুণলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২১ মে) সকালে সদর উপজেলার চর মুক্তারপুর এলাকার ৫০০ লোকের মাঝে এই ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তরুণ লীগের সহ সভাপতি ইসমাইল দেওয়ান, কেন্দ্রীয় তরুল লীগের প্রচার সম্পাদক মুক্তার হোসেন, সদর উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক নুরুল হক দেওয়ান, পঞ্চসার তরুণ লীগের সহ সভাপতি পিয়ার হোসেন, ছাত্রলীগ নেতা ফয়সাল হৃদয়, মানিক হাওলাদার, ইকবাল জমিদার, মিল্লাত, আকাশ, মামুন হাওলাদার প্রমুখ।