১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১০:৩১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে টেক্সটাইল ফ্যাক্টরির ভেতরে শ্রমিকের মৃ.ত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের পশ্চিম মুক্তারপুরে আইডিয়াল টেক্সটাইল মিলস্ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে ওই প্রতিষ্ঠানের নিচ তলায় বিদ্যুৎ বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

মৃত আমজাদ হোসেন (৬৪) নারায়ণগঞ্জ সদরের গোয়ালবন্দ এলাকার আবুল হাশেমের পুত্র। তিনি ওই প্রতিষ্ঠানে ৫-৬ মাস আগে জেনারেটর অপারেটর হিসেবে যোগ দেন।

প্রত্যক্ষদর্শী একই বিভাগে কর্মরত শ্রমিক মো. আনিস বলেন, ‘সকাল ৮টা ১০ মিনিটের দিকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় কাজে আসেন তিনি। এর ৫-১০ মিনিট পরই কথা বলা অবস্থায় হঠাৎ অচেতন হয়ে নিচে পড়ে গেলে সাথে সাথে আমরা কয়েকজন ধরাধরি করে ফ্যাক্টরির গেটের সামনে হাসান ফার্মেসিতে নিয়ে যাই। সেখান থেকে আমাদেরকে বলা হয় দ্রুত হাসপাতালে নিতে। আমরা কথামতো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাই।’

হাসান ফার্মেসির পরিচালক মো. হাসান ইমাম বলেন, ‘মৃত অবস্থায় তাকে আমার এখানে নিয়ে আসা হয়। তার শরীর একদম ঠাণ্ডা ছিলো। পরে আমি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেই।’

মৃত শ্রমিক আমজাদ হোসেনের স্ত্রী আলেয়া বেগম বলেন, ‘তার মাঝেমধ্যে বুক ব্যাথা করতো। হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

আইডিয়াল টেক্সটাইল মিলসের সুপারভাইজার আব্দুল মান্নান বলেন, ‘সকাল ৮ টা ১০ মিনিটের দিকে তিনি কর্মস্থলে আসেন। এর ৫ মিনিট পরই অসুস্থ হলে সাথে থাকা লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে শুনেছি। এ ঘটনায় প্রতিষ্ঠানের কোন দায় নেই।’

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. ফরহাদ জানান, ‘পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘মৃত্যুর ঘটনা শুনিনি। খোঁজ নেয়া হচ্ছে।’

error: দুঃখিত!