মুন্সিগঞ্জ, ২৭ মে, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে উপজেলার কামারখাড়া ইউনিয়নের ভাঙ্গানীয়া গ্রামে সুমন রায় (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। সুমন ভাঙ্গানীয়া গ্রামের জগন্নাথ রায়ের ছেলে।
সোমবার ভোর রাতে বাড়ির পাশের একটি গাছের ডালের সাথে গলায় রশি লাগিয়ে সে আত্নহত্যা করে বলে জানান স্থানীয় এলাকাবাসী।
খবর পেয়ে দিঘিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ দিঘিরপাড় তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।
সুমনের নানী সোনাতারা ঢালী জানান,আমার নাতী মানসিক ভারসাম্যহীন ছিলো সে প্রায় সময় আত্নহত্যা করতে যেতো কয়েকবার তাকে আমরা রক্ষা করি। গতকাল (রবিবার) রাতে সবাই ঘুমিয়ে পড়লে কখন যে সে বের হয়ে গলায় ফাস দেয় তা কেউ জানিনা।
সকালে ঘুম থেকে উঠে একটি গাছের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখি। সুমনের ছোট ভাই সুজন রায় জানান, আমার ভাইয়ের মাথায় সমস্যা ছিলো।
এর আগেও সে বার বার আত্নহত্যা করতে যেতো। তার এ ধরনের আচরনের কারনে আরো আগে আমরা থানায় বিষয়টি জানিয়েছিলাম।
এ ব্যাপারে দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের এস আই সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুমনের লাশ দিঘিরপাড় তদন্ত কেন্দ্রে নিয়ে আসি। পরবর্তীতে উর্ধতন কতৃপক্ষের অনুরোধে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করি।