৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৩:৪৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে একদিনে একইভাবে ট্রাক চাপায় লাশ হলো আরও এক স্কুল ছাত্র
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় ট্রাকচাপায় ইমাম হোসেন (৮) নামের স্কুল ছাত্র নিহত হয়েছে। অন্যদিকে একইভাবে বিকাল ৪টা’র দিকে সদর উপজেলার রামপালের কাঠালতলা এলাকায় আরও এক স্কুল ছাত্রের মৃত্যু ঘটে।

দুজনই বাসা থেকে সাইকেল নিয়ে সড়কে বের হয়েছিলেন।

আরও পড়তে পারেন: মুন্সিগঞ্জে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

পুলিশ জানায়, আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর চৌরাস্তা এলাকায় দূর্ঘটনায় ইমামের মৃত্যু হয়।

নিহত ইমাম আব্দুল্লাপুর এলাকার মোঃ শফিকের ছেলে ও আব্দুল্লাপুর ১নং সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র।

ইমাম সাইকেল নিয়ে বের হলে আব্দুল্লাপুর চৌরাস্তা সড়কে তাকে চাপা দেয় বালুবাহী একটি ট্রাক।  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইমামকে চাঁপা দেওয়া ঘাতক ট্রাক ও চালককে আটক করে স্থানীয়রা।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, নিহত ইমামের মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। ঘাতক ট্রাক ও ট্রাকচালক রুবেল চৌধুরীকে আটক করা হয়েছে।

error: দুঃখিত!