মুন্সিগঞ্জ, ১২ সেপ্টেম্বর ২০২৩, নাজির হোসেন (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী বাজারস্থ ইউনাইটেড ক্লিনিকের ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার আউটশাহী গ্রামের হাসানের স্ত্রী প্রসব ব্যাথা উঠলে গেল রোববার রাত একটার দিকে স্বজনরা তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসে। পরে রাতে তাকে ইনজেকশন পুশ করলে সে আরও অসুস্থ হয়ে পরে।
পরদিন সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ওই প্রসূতিকে সিজার করে একটি মৃত ছেলে সন্তান প্রসব করেন ক্লিনিকের চিকিৎসক আমেনা আক্তার তানিয়া।
এ নিয়ে অভিযোগ করে নবজাতকের দাদা আলি আকবর শেখ দাবি করেন, আমার ছেলের বৌয়ের প্রসব ব্যাথা উঠলে আমরা তাকে রাতে ক্লিনিকে নিয়ে আসি। আসার পর এখানকার ডাক্তার আমার ছেলের বৌকে একটি ইনজেকশন পুস করে। এরপর হতেই আমার ছেলের বৌ অসুস্থ হয়ে পরে। পরে সকাল ১০ টার দিকে আমার ছেলের বৌকে সিজার করে একটি মৃত ছেলে বাচ্চা প্রসব করায় ডাক্তার।
তিনি অভিযোগ করে বলেন, ক্লিনিকের ভুল চিকিৎসার কারনেই আমার নাতির মৃত্যূ হয়েছে। আপনারা এ ব্যাপারে অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তারা বলে কোথায় অভিযোগ করবো? হাসপাতালের লোকজন আমাদের হাত পায়ে ধরে অনেক আকুতি মিনতি করতেছে আমরা যাতে কোথায়ও অভিযোগ না করি।
ইউনাইটেড ক্লিনিকের মালিক সাইফুল ইসলাম অভিযোগের বিষয়ে বলেন, সিজার করার ডেইট ছিল গত ৪ সেপ্টেম্বর তারা পরে হাসপাতালে নিয়ে আসছে। এ জন্যই শিশুটি মারা গেছে। তিনি আরো বলেন, বিষয়টি আমরা ওই বাচ্চার স্বজনদের সাথে আপোষ করে ফেলেছি।