১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:৪৯
Search
Close this search box.
Search
Close this search box.
ফেনসিডিলসহ আটক, মুন্সিগঞ্জে ছাত্রলীগ সা. সম্পাদক বহিস্কার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম প্রিন্স (২২) কে ফেন্সিডিল ও অপর ৩ সহযোগী সহ আটক করে র‌্যাব-১০।

এর প্রেক্ষিতে শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে ফাহিম ইসলাম প্রিন্সকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শৃঙ্খলা পরিপন্থী ও নৈতিক স্খলনজনিত কার্যকলাপে জড়িত থাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে ছাত্রলীগ থেকে বহিস্কারের সিদ্ধান্ত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর কেরানীগঞ্জ থানাধীন বন্দর নগরকান্দা এলাকার জনৈক হাজী কালুর বাড়ির দ্বিতীয়তলার ভাড়া বাসা থেকে ৩ সহযোগীসহ ছাত্রলীগ নেতা ফাহিম ইসলাম প্রিন্সকে গ্রেপ্তার করা হয়।

অপর তিনজন হলো, মো. হুমায়ুন কবির (৩৬), ইমরান মাহমুদ (৩১) ও মো. শরীফ হোসেন। তাদের কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল সহ ফেন্সিডিল বিক্রির নগদ ৯হাজার ৯০টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব-১০।

র‌্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ এলাকার জনৈক হাজী কালুর বাড়িতে ফেন্সিডিল বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৪ জন মাদক ব্যবসায়ী আত্মগোপনের চেষ্টা করলে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিলসহ ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়। পরে আটককৃতদের কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম মিয়া জানান, চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধাকে কল দেয়া হলেও তিনি ফোন ধরেননি।

error: দুঃখিত!